ওয়াশিংটন গ্রুপ প্রশ্নাবলী

ওয়াশিংটন গ্রুপ শর্ট সেট প্রশ্নাবলী হলো ৬টি প্রশ্নের একটি সেট যার মাধ্যমে ব্যক্তির প্রতিবন্ধিতা বা স্বাভাবিক ক্রিয়ামূলক কার্যক্রমের সীমাবদ্ধতাগুলো শনাক্ত করা হয়। এই টুল বা উপকরণটি খুব সহজেই এবং দ্রুততার সাথে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে।

ওয়াশিংটন গ্রুপ শর্ট সেট প্রশ্নাবলীর ছয়টি প্রশ্ন হলো:

১.     চশমা পরলেও কি আপনার দেখতে অসুবিধা হয়?

২.     হিয়ারিং এইড বা শ্রবণযন্ত্র ব্যবহার করার পরও কি আপনার শুনতে সমস্যা হয়?

৩.    আপনার কি হাঁটতে কিংবা সিড়ির ধাপ বেয়ে উঠতে সমস্যা হয়?

৪.     আপনার কি মনে রাখতে কিংবা মনোনিবেশ করতে অসুবিধা হয়?

৫.     আপনার কি নিজের যত্ন নিতে অসুবিধা হয় যেমন নিজের পুরো শরীর ধুইতে কিংবা জামাকাপড় পরতে?

৬.    আপনার কি কোন বিশেষ পরিস্থিতি বা স্থানে সচরাচর যে ভাষা ব্যবহার করেন সেই ভাষা ব্যবহারে কিংবা যোগাযোগ করতে সমস্যা হয়, যেমন ধরুন কোন কিছু বুঝতে বা বোঝাতে সমস্যা হয়?

উত্তরগুলো:

১.     না — কোন সমস্যা হয় না

২.     হ্যাঁ — কিছুটা সমস্যা হয়

৩.    হ্যাঁ — অনেক সমস্যা হয়

৪.     একদমই মনে রাখতে পারি না

এই প্রশ্নগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হলো পেশাদার অনুবাদ থাকতে হবে এবং যারা ডেটা বা উপাত্ত সংগ্রহ করবেন তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের সংগৃহীত ডেটা বা তথ্যউপাত্তকে কীভাবে বিশ্লেষণ করা হবে এবং ডেটা কীভাবে ব্যবহার করা হবে সে বিষয়ের উপর বিস্তারিত ও গভীর জ্ঞান থাকতে হবে। এ সংক্রান্ত প্রশিক্ষণ মডিউলগুলো কায়াকানেক্ট (নিচে দেখুন) এ পাওয়া যাবে।

গবেষণায় দেখা গেছে যে "প্রতিবন্ধী" শব্দটা ডেটা সংগ্রহের সময় ব্যবহার করা হলে অনির্ভরযোগ্য ডেটা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, কারণ তখন উত্তরদাতারা তাদের স্বাভাবিক ক্রিয়ামূলক কার্যক্রমের সীমাবদ্ধতার বিষয়টি প্রকাশ করার ব্যাপারে অনাগ্রহী বা অনিচ্ছুক হতে পারে। তাই যারা ডেটা সংগ্রহ করবেন তারা "প্রতিবন্ধী" বা "প্রতিবন্ধিতা" শব্দটা তাদের পরিচিতিমূলক কিংবা ডেটা সংগ্রহ সংক্রান্ত কথাবার্তায় বলা থেকে বিরত থাকবেন।

ওয়াশিংটন গ্রুপ শর্ট সেট প্রশ্নাবলীর সীমাবদ্ধতা হলো যে, এর মাধ্যমে মনো-সামাজিক কিংবা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা সম্পর্কে কিছু জানা সম্ভব হয় না। আর সে কারণে এই প্রশ্নাবলী ব্যবহার করে প্রতিবন্ধিতা নিরূপণ করা হলে বিকাশগত কিংবা মনো-সামাজিক সমস্যা আছে এমন শিশুদেরকে শনাক্ত করা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠার লক্ষ্যে এবং শৈশবের প্রতিবন্ধিতার সকল দিক নিরূপণ করার সুবিধার্থে ওয়াশিংটন গ্রুপ ইউনিসেফের সাথে মিলে চাইল্ড ফাংশননিং কোশ্চেয়ন সেট তৈরি করেছে।

Sources
Washington Group on Disability Statistics. Short set of questions.
Washington Group on Disability Statistics. Child functioning Module.
Kayaconnect.
Humanity & Inclusion. Disability Data in Humanitarian Action.
Top of page