ঔষধ

দুর্যোগকালীন সময়ে কিংবা দুর্যোগের পর পর ওষুধ ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা সবসময় একটা অগ্রাধিকার। এই সময়ে ওষুধ ও চিকিত্‌সা সরঞ্জামগুলোর মজুদ ও সরবরাহ দ্রুত কমতে পারে।

এই সময়ে সাধারণ জরুরি মেডিকেল কিট (ফার্স্ট এইড বক্স) ছাড়াও নিয়মিত ওষুধের দরকার হয় এমন দীর্ঘস্থায়ী রোগ এবং প্রতিবন্ধিতার জন্য প্রয়োজনীয় ওষুধও রাখতে হবে। মানুষের শারীরিক অবস্থার অবনতি এড়াতে এবং রোগের জটিলতা বাড়তে পারে এমন পরিস্থিতি যাতে না হয় সে লক্ষ্যে সকল মানুষের প্রয়োজনীয় ওষুধ পাওয়া নিশ্চিত করতে হবে।

তবে এটাই শেষ কথা নয়; এখানে যে ধরনের ওষুধ রাখার কথা বলা হয়েছে তার পাশাপাশি আরো কোন ধরনের ওষুধ রাখতে হবে কিনা তা চাহিদা নিরূপণ করার মাধ্যমে নির্ধারণ করতে হবে:

  • দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ, কিডনির অবস্থা (ডায়ালিসিস), এইচআইভি/এইডস, মানসিক স্বাস্থ্যের অবস্থা ও অন্যান্য রোগের জন্য ওষুধ;
  • নিজেকে সংযত রাখতে পারে না, যেমন প্রস্রাব আটকে রাখতে পারে না এমন পরিস্থিতি মোকাবেলায় চিকিত্‌সা সরঞ্জাম যেমন ক্যাথেটার ও প্রাথমিক স্বাস্থ্যবিধি কিট রাখা।
Sources
Humanitarian Charter and Minimum Standards in Humanitarian Response - Minimum standards in health action, WHO, 2017.
Top of page