ব্রেইল
ব্রেইল হলো অন্ধ কিংবা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখন বা মুদ্রণ পদ্ধতি। এই পদ্ধতিতে অক্ষরের পরিবর্তে ডট বা বিন্দু থাকে, এবং বিন্দুগুলো কাগজের পৃষ্ঠ থেকে কিছুটা উচুঁ করা থাকে। এই বিন্দুগুলো দিয়েই অক্ষর তৈরি হয়। একজন অন্ধ কিংবা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি কাগজের উপর উচুঁ হয়ে থাকা বিন্দুর উপর হাতের আঙ্গুল বুলিয়ে বুঝতে পারেন বর্ণমালার কোন অক্ষরটি লেখা হয়েছে।
একসময় দৃষ্টি প্রতিবন্ধী — অন্ধ বা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন — ব্যক্তিদের জন্য ব্রেইলের কোন বিকল্প ছিল না। কিন্তু এখন সময় বদলেছে। এখন কমপিউটার সফটওয়্যারের মাধ্যমে অন্ধ বা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা লেখাপড়া করতে পারেন। তবে এখনো এমন প্রতিবন্ধী মানুষ রয়েছেন যাদের ব্রেইল কিংবা কমপিউটার সফটওয়্যার কোনটাই ব্যবহারের সুযোগ নেই। আবার কেউ কেউ আছেন যারা জানেন না কীভাবে ব্রেইল পদ্ধতি কিংবা কমপিউটার সফটওয়্যার ব্যবহার করতে হয়। যারা দু'টোই জানেন তাদের কেউ কেউ ব্রেইলের পরিবর্তে কমপিউটার সফটওয়্যার ব্যবহার করতে পছন্দ করেন। এই প্রেক্ষাপটে যোগাযোগের ক্ষেত্রে সবসময় প্রতিবন্ধী মানুষের কাছ থেকে তার পছন্দের মাধ্যমটি জেনে নিতে হবে। আপনার যদি ব্রেইলে কোন তথ্য মুদ্রণ করতে হয় তাহলে আপনি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)-এর সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনি দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত মানবিক সংগঠনগুলোর সাথে পরামর্শ করতে পারেন।
ব্রেইল বিভিন্ন গ্রেড বা স্তরের হয়ে থাকে। নিচে লক্ষ্য করুন। একই বাক্যের জন্য দুই গ্রেডের ব্রেইল দেখানো হলো: