সুরক্ষামূলক রেলিং

রেলিং দুর্ঘটনা রোধ করে। কিছু কিছু নির্মাণের ক্ষেত্রে খোলা দিকে রেলিং দিতেই হয় যেমন: সিড়ি, বারান্দা ইত্যাদি। এছাড়াও যেখানে মানুষের চলাচল আছে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এমন স্থানেও রেলিং দেয়া হয়, যেমন: ছাদ, র‍্যাম্প ইত্যাদি।

রেলিংয়ের হাতল নিরাপদ থাকতে সহায়তা করে। নিচের আঁকা ছবিতে দেখুন হাতল আড়াআড়িভাবে সিড়ি ও র‍্যাম্পের উপরে ও নিচের দিকে ৩০ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি এবং ৪৫ সেন্টিমিটার বা  ১৮ ইঞ্চি দূরত্বে লাগানো হয়েছে। এগুলো এমনভাবে লাগানো হয়েছে যাতে পথচারীদের পথচলা বাধাগ্রস্ত না হয়।

এছাড়াও র‍্যাম্পের শেষ প্রান্তে ৫ থেকে সাড়ে ৭ সেন্টিমিটার উচ্চতার একটি প্রতিবন্ধক বসানো যেতে পারে। এই ধরনের প্রতিবন্ধক হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য সহায়ক হতে পারে।

একজন হুইলচেয়ার ব্যবহারকারী এবং ক্রাচ ব্যবহারকারী একটি হালকা ঢালু পথের উপর যেখানে রেলিং দেয়া আছে।
© SOLIDERE
Sources
Accessibility for the Disabled A Design Manual for a Barrier Free Environment, UN Enable with SOLIDERE in collaboration with ESCWA
Top of page