ডেটা

অন্তর্ভুক্তিমূলক জরুরি সহায়তা কার্যক্রমের জন্য নীতি ও অনুশীলনগুলো অবশ্যই চাহিদা, সামর্থ্য ও সকল ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে হওয়া উচিত। এক্ষেত্রে অবশ্যই দুর্বলতা, সুবিধাদি, ব্যক্তি ও সম্পদের অবস্থা, বিপদের ধরন ও পরিবেশ ইত্যাদি সব বিষয়ের আলোকেই সহায়তা কার্যক্রম কী হবে তা নির্ধারণ করতে হবে।

আর এটা করতে হলে অবশ্যই লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতার ভিত্তিতে অসমষ্টিগত বা পৃথক উপাত্ত সংগ্রহ ও সেগুলোর বিশ্লেষণ ও বিতরণ বা প্রচার করার ব্যবস্থা থাকতে হবে।

  • লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতা বিষয়ে পৃথক পৃথক উপাত্ত সংগ্রহ করা ন্যূনতম চাহিদা। তবে, সম্ভব হলে এবং এটা যদি কোন এলাকার মানুষের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক না হয় তাহলে প্রয়োজনীয় আরো উপাত্ত সংগ্রহ করা যেতে পারে।
  • লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতার অসমষ্টিকৃত বা পৃথক উপাত্ত সংগ্রহের লক্ষ্যে প্রশ্নাবলী, চাহিদা নিরূপন টেমপ্লেট, উপাত্ত বিশ্লেষণ সেট প্রয়োজনানুযায়ী সাজিয়ে নিতে হবে।
  • তথ্য সংগ্রহ ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক হওয়া নিশ্চিত করতে হবে, যেমন: মূল তথ্যদাতাদের প্রতিনিধিত্ব বিস্তৃত পরিসরে হতে হবে, ফোকাস গ্রুপ আলোচনা অন্তর্ভুক্তিমূলক হতে হবে ইত্যাদি।
  • প্রতিবন্ধিতা বিষয়ে অসমষ্টিগত উপাত্তের জন্য উপযুক্ত ও ব্যাপকভাবে পরীক্ষিত পদ্ধতি যেমন ওয়াশিংটন গ্রুপ-এর সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং পাঁচ বছরের কম বয়সী শিশুর ক্রিয়াকলাপ বিষয়ে ইউনিসেফ/ওয়াশিংটন গ্রুপ মডিউল ব্যবহার করা।
  • বয়সের উপর অসমষ্টিকৃত বা পৃথক উপাত্ত সংগ্রহকালে যে বয়স গ্রুপকে বিবেচনা করতে হবে: ০-৫; ৬০-১২; ১৩-১৭; ১৮-৪৯; ৫০-৫৯; ৬০-৬৯; ৭০-৭৯; এবং ৮০+।
  • উপাত্তের গোপনীয়তা ও সংবেদনশীলতা রক্ষা করতে উপাত্ত যখন প্রকাশ করা হবে তখন অবশ্যই লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতা বিষয়ক উপাত্ত পৃথকভাবে প্রকাশ না করে সমষ্টিগতভাবে প্রকাশ করতে হবে।
Sources
Top of page