তাঁবু
আদর্শমানের তাঁবু
জরুরি অবস্থা মোকাবেলার শুরুতে আদর্শমানের তাঁবু ব্যবহার করা যেতে পারে। পরবর্তীতে এই ধরনের তাঁবুতে সামান্য পরিবর্তন এনে বা অভিযোজন করে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও স্বাধীনতা আরো সহজতর করা যেতে পারে।
- সাইটে বা শিবিরে প্রবেশগম্যতা নিশ্চিত করা;
- বাধামুক্ত প্রবেশপথ (সিড়ির ধাপ কিংবা দোরগোড়া বা চৌকাঠ না রাখা, দরজা যেন যথেষ্ট প্রশস্ত হয়, শিবিরের চারদিকে সহজে চলাচলের জন্য রশি বা দড়ি দিয়ে সহায়ক ব্যবস্থা তৈরি করা, পানি অপসারণের জন্য নদর্মা বা ড্রেন তৈরির বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে, তাবুর খোলা মুখ নিম্নমুখী হলে ভালো);
- তাবুর নিচের দিকটা হুইলচেয়ার ব্যবহারকারীদের পার হওয়ার জন্য তাবুর একটি অংশ ফ্ল্যাপ আকারে (ছবিতে দেখুন) রাখা যেতে পারে কিংবা ছোট র্যাম্প বা ঢালু পথ তৈরি করা যায়;
- প্রবেশপথটি ভিন্ন রং এর কিংবা রঙিন টেপ দিয়ে (৫ সেমি চওড়া) দৃশ্যমান করা যাতে সহজেই চোখে পড়ে;
- প্রবেশপথটি যাতে সহজেই খোলা ও বন্ধ করা যায় সেজন্য দড়ি কিংবা একটি লাঠি চেইনের সাথে যুক্ত রাখা; যা টেনে ধরে তাঁবুর প্রবেশপথ খোলা ও বন্ধ করার কাজটি করা যাবে কিংবা ভেলক্রো বা চুম্বক লাগানো কাপড় ব্যবহার করা যেতে পারে;
- প্রতিবন্ধী ব্যক্তিদের তাঁবু স্থাপন করার জন্য লোক দিয়ে সহায়তা করতে হবে এবং স্বেচ্ছাসেবীদের দিয়ে নিয়মিত তাবু পরিদর্শন করা ও রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা নিতে হবে। তাঁবু আপগ্রেড বা অধিকতর উন্নত করার দরকার হলে সেটাও করে দিতে হবে।
টিপস! মহড়া হিসেবে একটি তাঁবু বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে নিয়ে স্থাপন করুন এবং তাদের সাথে তাঁবু ব্যবহারের ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা হচ্ছে তা নিয়ে আলোচনা করুন এবং বাধাগুলো দূর করার ব্যবস্থা নিন এবং তাঁবুর নকশায় প্রয়োজনীয় সংশোধন আনুন ও উন্নত করুন।
আভ্যন্তরীণ সজ্জা এবং তাঁবুর ভেতরে জায়গা বন্টন
তাঁবু বড় আকারের হলে তাবুর ভেতরে হুইলচেয়ার ব্যবহারকারীর হুইলচেয়ার ঘুরানোর জন্য ১৫০ সেমি ব্যাসার্ধের জায়গা রাখতে হবে। এতে করে সহায়তাকারী ব্যক্তির পক্ষে প্রয়োজনের সময় প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করার কাজটিও সহজ হবে।
তাঁবুর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তির ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পালন করার ব্যবস্থা থাকতে হবে। বিশেষ করে নারী প্রতিবন্ধীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে নিজেদের যত্ন নেওয়ার সুবিধা থাকা বাঞ্চনীয়। এ লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের তাবুতে পার্টিশন তৈরি করার জন্য তারপলিন কিংবা ম্যাট দিতে হবে। যদি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার জন্য তাকে দেওয়া তাঁবু ছোট আকারের হয় তাহলে তাদেরকে বড় তাবু দিতে হবে কিংবা তাঁবুকে সম্প্রসারণ করার কথা বিবেচনা করতে হবে।