দরজা
© AUOR 2015
প্রত্যেকের এবং সকলের দরজা কিংবা অন্য যে কোন প্রবেশপথে ঢুকতে পারা নিশ্চিত করার জন্য দু'টি বিষয় অবশ্যই মেনে চলতে হবে:
- প্রবেশপথের প্রস্থ কমপক্ষে ৯০ সেন্টিমিটার বা ৩ ফুট হতে হবে;
- দরজার প্রবেশমুখে কমপক্ষে ১৫০ সেন্টিমিটার বা ৫ ফুট ব্যাসার্ধের ফাঁকা জায়গা থাকতে হবে যাতে করে হুইলচেয়ার ব্যবহারকারীসহ চলাচলে অসুবিধা আছে এমন ব্যক্তিরা সহজেই চলাচল করতে পারেন।
দরজার হাতল এমন হতে হবে যাতে সব ধরনের মানুষের — হুইলচেয়ার ব্যবহারকারী, খাটো ব্যক্তি, ছোট শিশু, হাতে সমস্যা আছে — পক্ষে ধরতে ও ব্যবহার করতে সহজ হয়।
যে দরজাগুলো নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যবহার করা হবে সেগুলোতে অবশ্যই উপযুক্ত লক বা তালা লাগাতে হবে।
দরজার ফ্রেম বা চৌকাঠের রঙ দেয়ালের রঙ থেকে ভিন্ন হতে হবে; যাতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা পর্যন্ত সহজেই কোনটা দরজা বুঝতে পারেন। যদি কোন দরজার ফ্রেম বা চৌকাঠ না থাকে (যেমন তাবুর প্রবেশমুখের ক্ষেত্রে), তাহলে দরজার চারপাশে ২ ইঞ্চি পরিমাণ জায়গা রঙ করে দিতে হবে কিংবা রঙিন টেপ লাগিয়ে দিতে হবে।
© CBM 2015
Sources
CBM. Inclusive post-disaster reconstruction: Building back safe and accessible for all. 2015.