তালা

নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য কিছু কক্ষের (রুমে) ভেতর থেকে দরজা আটকানোর ব্যবস্থা থাকার দরকার রয়েছে, বিশেষ করে লেট্রিন এবং ওয়াশরুমে

এক্ষেত্রে ছোট তালা কিংবা হুক বা ছিটকানি লাগানো থেকে বিরত থাকুন, কারণ এগুলো ধরা কঠিন। বড় আকারের ছিটকানি কিংবা নিচের ছবির মতো বড় ধরনের তালা লাগানোর ব্যবস্থা থাকলে সকলের পক্ষে ধরা ও ব্যবহার করা সহজ হবে।

দরজায় লাগানো লম্বা হাতওয়ালা তালা যারা ধরা ও লাগানো সহজ।
© Hazel Jones and Bob Reed. 2005
Sources
Jones, H and Reed, B. Water and Sanitation for disabled people. Designing services to improve accessibility, WEDC Loughborough University. 2005.
Top of page