হাতল

হুইলচেয়ার ব্যবহারকারী একটি দরজা দিয়ে ঢুকছেন এবং দরজা বন্ধ করার জন্য হাতল ব্যবহার করছেন।
© Hazel Jones and Bob Reed. 2005

কোন কিছুর হাতল তৈরির সময় বিশেষ মনোযোগ দেয়ার দরকার আছে। কারণ উপযুক্ত হাতল প্রতিবন্ধী নারী ও পুরুষদের দরজা বা জানালা খোলা, ধরা, ধাক্কা দেয়া কিংবা তোলা সহজ করে। এতে প্রবীণ বা বয়স্ক মানুষ ও শিশুরাও সমানভাবে উপকৃত হয়।

বিভিন্ন ধরনের দরজার হাতল। সিলিন্ডার আকৃতির হাতল ধরা কঠিন হওয়ায় ব্যবহার না করার জন্য বলা হয়েছে।
© AUOR 2015

হাতল এমন হওয়া দরকার যা ধরা সহজ।

উপরের ছবিতে দেখুন তিন ধরনের হাতলের ছবি দেয়া হয়েছে। এক্ষেত্রে দরজার হাতল যদি নব বা সিলিন্ডার আকৃতির হয় তাহলে সেটা ধরা কঠিন হয়। তাই এই ধরনের হাতল ব্যবহার না করা ভালো।

দরজার হাতল ভূপৃষ্ঠ/মেঝে থেকে ৮০-৯০ সেন্টিমিটার উচ্চতায় থাকা উচিত যাতে করে একজন হুইলচেয়ার ব্যবহারকারী সহজেই দরজার হাতল ব্যবহার করতে পারেন। স্লাইডিং (পাশে ধাক্কা দিয়ে খুলতে হয়) দরজায় সবার ব্যবহার উপযোগী হাতল হলো ইংরেজি বর্ণ "D" আকৃতির হাতল। ছবিতে দেখুন, এই ধরনের হাতল যেমন সহজে ধরা যায়, তেমনি দরজা সহজে এক পাশে সরানো ও খোলা যায়। এছাড়াও নিচের ছবিগুলোতে আরো কয়েকটি সহজে ধরা যায় এমন হাতলের ছবি দেয়া হলো:

দরজার চার ধরনের হাতলের উদাহরণ দেখানো হয়েছে। একটি "ডি" আকৃতির টানা হাতল, একটি ঘুরানো যায় এমন হাতল, একটি চাপ দিয়ে খুলতে হয় এমন হাতল এবং আরেকটি হলো টেনে খোলার হাতল।
© US Ministry of Justice
Sources
Jones, H and Reed, B. Water and Sanitation for disabled people. Designing services to improve accessibility, WEDC Loughborough University, 2005.
Americans with Disability Act. Checklist for emergency shelters, 2007.
Top of page