চিহ্ন

উপযুক্ত চিহ্ন বা প্রতীক (সাইনেজ) প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তি এবং চলাচলকে সহজ ও গতিশীল করে।

সাইনেজ (প্রতীক/চিহ্ন) অবশ্যই স্পষ্ট হতে হবে, সহজেই পড়তে পারতে হবে এবং বুঝতে সহজ হতে হবে। কাচের প্যানেলের উপর বার্তা লেখা এড়িয়ে চলুন। আর রং ব্যবহারের ক্ষেত্রে পটভূমি আর অক্ষর বা ছবির রং বিপরীত বা রংয়ের বৈসাদৃশ্য থাকতে হবে। এতে দেখা ও পড়া সহজ হবে। আরো মনে রাখতে হবে যে, সাইনেজে অনেক বেশি তথ্য দেয়া যাবে না, কারণ বেশি তথ্য থেকে দরকারি তথ্যটি খুঁজে পাওয়া কঠিন হয় তখন সাইনেজ ব্যবহারের উদ্দেশ্য ব্যাহত হয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে 'রিলিফ প্রিন্ট' বা 'টেকটাইল ম্যাপস' পদ্ধতি ব্যবহার করতে হবে, যেখানে অক্ষর বা চিহ্নগুলো পটভূমি থেকে অন্তত ১ মিমি উচুঁ করা থাকে। ফলে, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তার হাতের আঙ্গুলের স্পর্শ দিয়ে তথ্যগুলো পড়তে পারেন।

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ পথনির্দেশক হিসেবে দড়ি, রশি বা হাতে ধরার রেলিং ব্যবহার করা যেতে পারে। এই ধরনের ব্যবস্থা একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সহজেই দরকারি স্থাপনাগুলো ব্যবহারের সুযোগ তৈরি করে দেয়, যেমন: ওয়াশরুম, বাথরুম বা টয়লেট।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্য স্বাস্থ্যবিধি সুবিধাসমূহ এবং অন্যান্য প্রবেশগম্য স্থানসমূহে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রবেশগম্যতার চিহ্ন এমনভাবে থাকতে হবে যাতে সহজেই সবাই দেখতে পায়।

Top of page