প্রবেশগম্যতার প্রতীক

প্রবেশগম্যতার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সবেচেয়ে পরিচিত চিহ্নটি হলো একটি চতুর্ভুজের মধ্যে হুইলচেয়ারে বসা মানুষের ছবি। 

কালো রংয়ের পটভূমিতে সাদা রংয়ের হুইলচেয়ার ব্যবহারকারীর ছবি
© International Commission on Technology and Accessibility

প্রবেশগম্যতা বোঝাতে কখনো কখনো আরেকটি চিহ্নটি ব্যবহার করা হয়। দ্বিতীয় এই চিহ্নটিতে চতুর্ভুজের মধ্যে নীল পটভূমিতে সাদা রংয়ের হুইলচেয়ার চালাচ্ছেন এমন একজন মানুষের ছবি আছে। 

নীল রংয়ের পটভূমিতে সাদা রংয়ের হুইলচেয়ার চালাচ্ছেন এমন একজন মানুষের ছবি
© www.accessibleicon.org

এছাড়াও মানবিক কার্যক্রমে অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ বা সচেতনতামূলক কর্মকান্ডে অংশগ্রহণকারী ও নেতা হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের আরো সক্রিয় অংশগ্রহণ বোঝাতে নিচের ব্যবহার করা যেতে পারে। 

 

একটি স্ক্রীণের সামনে একজন হুইলচেয়ার ব্যবহারকারীর ছবি
© www.accessibleicon.org

এটি হলো অন্তর্ভুক্তিমূলক অ্যাডভোকেসির চিহ্ন। এই চিহ্নটি মানবিক কার্যক্রমে ব্যবহার করার জন্য।

একদল মানুষের সামনে একজন হুইলচেয়ার ব্যবহারকারীর ছবি
© www.accessibleicon.org

নিচের চিহ্নটি দৃষ্টি প্রতিবন্ধী — অন্ধ কিংবা ক্ষীণদৃষ্টিসম্পন্ন — ব্যক্তিদের প্রবেশগম্যতা বোঝাতে ব্যবহার করা হয়। মানবিক কার্যক্রমে এই চিহ্নটি অনেক স্থানেই ব্যবহার করা যায়; যেমন, নির্দেশিত পথ কিংবা স্পর্শ দ্বারা পড়া যায় এমন তথ্য কিংবা বিতরণ কেন্দ্রে যাওয়ার পথ বোঝাতে ব্যবহার ব্যবহার করা হয়।

ছড়ি হাতে হেঁটে চলা একজন মানুষের ছবি
© Flaticon

এই চিহ্নটি দিয়ে বোঝা যায় যে, কোন একটি সভা, তথ্য বিষয়ক অধিবেশন, ফোকাস গ্রুপ আলোচনা কিংবা এই জাতীয় কার্যক্রমের ব্যাখ্যা ইশারা ভাষায় জানানোর ব্যবস্থা রয়েছে।

দুই হাতের আঙ্গুলের সাহায্যে ইশারা ভাষা
© Flaticon
Sources
International Symbol of Access - Wikipedia 2016 (external link)
The Graphic Artists Guild
Flaticon
Top of page