হস্তচালিত চাপকল
পানি পাওয়া যায় এমন স্থানগুলোতে পানি সংগ্রহের ব্যবস্থা এমন হতে হবে যাতে করে যে কেউ যেন সেখান থেকে পানি সংগ্রহ করতে পারে। আমাদের দেশে আমরা যেটাকে সচারচর টিউবওয়েল বা নলকূপ বলি, সেটাকে অনেকে চাপকল বা হস্তচালিত পানি তোলার পাম্পও বলেন। এই ধরনের চাপকলগুলোর পানি তোলার পদ্ধতিতে সামান্য কিছু পরিবর্তন করে এগুলোকে সকলের ব্যবহার উপযোগী করা সম্ভব:
- পানি তোলার জন্য চাপকলের যে অংশটি চাপতে হবে সেই অংশটি এমনভাবে বসাতে হবে যাতে করে প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলেই সহজেই সেটার নাগাল পায়; এবং পূর্ণশক্তিতে সেটা চেপে পানি তুলতে পারে;
- একজন হুইলচেয়ার ব্যবহারকারী যাতে চাপকল পর্যন্ত পৌঁছাতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে;
- যেখানে কল বসানো হবে সেই জায়গাটা বা মেঝে যদি পাকা হয় তাহলে মেঝের আস্তর খসখসে হতে হবে যাতে করে পানিতে ভিজে পিচ্ছিল না হয়ে যায়। এছাড়াও পানি যাতে দ্রুত সরে যায় সে লক্ষ্যে মেঝেতে উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে।
পানির স্থান নির্ধারণের সময় একটি নিরাপদ ও প্রবেশগম্য স্থান বাছাই করতে হবে। এই স্থানটি নারী, পুরুষ ও প্রতিবন্ধী নির্বিশেষে সবার ব্যবহার উপযোগী হতে হবে।
এরপর প্রয়োজন অনুযায়ী চাপকলের হাতল পরিবর্তন করে নিতে হতে পারে। আরো কিছু কিছু জিনিসপত্র প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার দরকার হতে পারে। আর এসবই করতে হবে আপনার এলাকার মানুষের চাহিদা অনুযায়ী, যাতে করে সকলে এই কলটি অন্যের সাহায্য ছাড়াই ব্যবহার করতে পারে।
চাপকলের পাম্পের হাতল ১০৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এতে করে এটা চাপার ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে। এবং এটা ব্যবহার করাও সহজ হবে। (নিচে বিভিন্ন ধরনের উদাহরণগুলো দেখুন)।
পাম্প/চাপকলের হাতল এমন উচ্চতায় এবং এমন দূরত্বে রাখতে হবে যাতে করে একজন হুইলচেয়ার ব্যবহারকারীও এটি সহজেই ব্যবহার করতে পারে। ছবিতে দেখুন।
চাপকলের হাতল এবং পানি বের হওয়ার পাইপ একে অপরের সাথে ৯০ ডিগ্রি কোণে থাকলে ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। এতে করে একজন ব্যবহারকারী একইসময়ে পানির পাত্র ধরে কল চাপতে পারবে।