পরিবহন

জরুরি পরিস্থিতি মোকাবেলার কোন কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন ও ব্যবস্থাপনা করার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখার দরকার হয়, সেটা হলো বিভিন্ন চাহিদা ও দক্ষতাসম্পন্ন মানুষ কীভাবে জরুরি অবস্থার সাথে এবং ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেবে। পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সাথে অনেক বিষয়ই জড়িত, যার মধ্যে পরিবহন ও চলাফেরার বিষয়ও রয়েছে। সকল সেবা ও সুযোগ সুবিধা অবশ্যই সবার কাছে সহজলভ্য বা সহজে পৌঁছানোর ব্যবস্থা থাকা দরকার।

  • যাচাই বা মূল্যায়নকাল ফোকাস গ্রুপ ডিসকাশন বা সভায় মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য যেখানে প্রয়োজন সেখানে চলাচল ও পরিবহন প্রবেশগম্য ও নির্ভরযোগ্য করতে হবে। এর ফলে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, নারী, মেয়েশিশু ও শিশুরা কোন ধরনের বাধা ছাড়াই নিরাপদে অংশ যাচাই বা মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে;
  • ক্যাম্প বা শিবির, বসতি এলাকা বা শহুরে কেন্দ্র থেকে সেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদাগুলো নিরূপণ করুন এবং তাদের প্রয়োজনানুযায়ী তাদেরকে পরিবহনসহ অন্যান্য সহায়তা প্রদান করুন (এজন্য বাড়তি নগদ হস্তান্তর/সহায়তা দরকার হলে দিন);
  • একথা মনে রাখা আবশ্যক যে, নারী ও মেয়ে প্রতিবন্ধীদের একাকী ভ্রমেণের দরকার হতে পারে, ফলে তাদের ভ্রমণ যাতে নিরাপদ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন ক্ষেত্রে তাদের সাথে সঙ্গীর যাওয়ার দরকার হতে পারে;
  • গণপরিবহন যখন সহজলভ্য ও প্রবেশগম্য হয় তখন দেখুন যে ওই গণপরিবহন নির্দিষ্ট স্থানগুলোতে থামে কিনা, যেমন: বিতরণ কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র, একত্রিত হওয়ার কেন্দ্র/গণজমায়েত কেন্দ্র, এটিএম বা অন্য কোন ইলেকট্রনিক ক্যাশ পয়েন্ট, স্কুল, মার্কেট বা বাজার, পানি সংগ্রহের পয়েন্ট ইত্যাদি;
  • বিতরণ কার্যক্রম চলাকালে, যেহেতু আশ্রয় বা থাকার জন্য প্রদত্ত সরঞ্জাম, পানি, খাবার এবং খাবার নয় এমন সামগ্রী আকারে বড় ও ওজনে বেশি হতে পারে তাই প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দেওয়ার দরকার হতে পারে, যাদের তেমন প্রয়োজন রয়েছে;
  • বন্ধু বা সতীর্থের মাধ্যমে একে অন্যকে সহযোগিতার একটি পদ্ধতিও গড়ে তোলা যেতে পারে (আবার ব্যক্তিগত সহকারী থাকতে পারে যিনি দিনে কয়েকঘণ্টার জন্য সহায়তা করবেন)।
Sources
IFRC, CBM and HI. All Under One Roof. Disability-Inclusive shelters and settlements in emergencies. IFRC. 2015.
Top of page