একীভূত নগদ অর্থ হস্তান্তর

মানবিক কার্যক্রমে নগদ সহায়তায় প্রবেশগম্যতা এবং নগদ সহায়তা ব্যবহার করার ক্ষেত্রে যে বাধাগুলো আসে সেগুলো শুধু ভৌত বা অবকাঠামোগত বাধা নয়। নগদ সহায়তা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করার সময় নিচের সবগুলো বাধাগুলো বিবেচনায় রেখে তবেই কর্মসূচির ডিজাইন বা পরিকল্পনা করুন:

  • প্রবেশগম্য পরিবহন ব্যবস্থাসহ নির্দিষ্ট স্থান, সিড়ির ধাপ, সরু দরজা, অপ্রবেশগম্য টয়লেটসহ বিতরণ কেন্দ্র ও মার্কেটের (কিংবা ভাউচার বিতরণের ক্ষেত্রে অনুমোদিত বিক্রেতাদের বিক্রয় স্থান) অবকাঠামোগত বাধাগুলো বিবেচনায় রাখুন।
  • মোবাইল ফোন কিংবা এটিএম কার্ডের মাধ্যমে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে অ-প্রবেশগম্য বা নাগালের বাইরে এমন প্রযুক্তি ব্যবহার করা (যেমন: শুধু মুদ্রিত পিন নাম্বার এবং অপ্রবেশগম্য স্ক্রীণ বা এটিএম)
  • রেজিস্ট্রেশন বা নিবন্ধন পদ্ধতি ও বিতরণ/সরবরাহ ব্যবস্থা সম্পর্কে জটিল কিংবা অপ্রবেশগম্য তথ্য প্রদান।
  • নগদ অর্থ হস্তান্তর কর্মসূচিতে জটিল, অপ্রবেশগম্য কিংবা বৈষম্যমূলক প্রশাসনিক ও নিবন্ধন পদ্ধতি।
  • উপকারভোগী নির্বাচন করার ক্ষেত্রে অপর্যাপ্ত কিংবা বৈষম্যমূলক নম্বর প্রদান ব্যবস্থা। একটি অন্তর্ভুক্তিমূলক উপকারভোগী নির্বাচন ব্যবস্থা না থাকা। আবার কোন একটি নির্দিষ্ট গ্রুপের উপকারভোগী নির্বাচনের জন্য বিশেষ ব্যবস্থা থাকলে সুবিধাবঞ্চিত গ্রুপ তৈরির ঝুঁকি তৈরি করবে)।
  • আর্থিক সেবা কার্যক্রমের জন্য জটিল, অপ্রবেশগম্য কিংবা বৈষম্যমূলক নীতিমালা ও পদ্ধতি
  • এমন ধারণা থাকা যে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি কিংবা দীর্ঘকাল ধরে অসুস্থ ব্যক্তিরা নগদ অর্থ ব্যবস্থাপনা করতে পারবে না কিংবা নগদ অর্থ তাদের কাছে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ কিংবা তারা শুধু মধ্যস্থতাকারী বা কারো মাধ্যমে নগদ অর্থ পেতে পারেন।
  • এমন ধারণা থাকা যে কাজের বিনিময়ে অর্থ/নগদ টাকা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিরা শুধুই কম চাহিদাসম্পন্ন কাজগুলো করতে পারবে।

নগদ হস্তান্তরকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শ বা টিপস:

  • নগদ অর্থ একটি জনগোষ্ঠীর প্রত্যেকের জন্য উপযোগী, প্রবেশগম্য ও নিরাপদ কিনা জন্য ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী প্রতিনিধিদের সাথে এবং তাদের প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোর সাথে পরামর্শ করুন এবং নগদ অর্থ হস্তান্তর কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
  • নগদ সহায়তা কর্মসূচি সম্পর্কিত তথ্য বিভিন্ন চ্যানেল ব্যবহার করে প্রবেশগম্য পদ্ধতিতে এমনভাবে প্রচার করুন যেন একটি কমিউনিটির প্রতিটি সদস্যের কাছে তথ্যটি পৌঁছায়।
  • এটি নিশ্চিত করুন যে, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সদস্যরা প্রত্যক্ষ উপকারভোগীদের মতোই জরুরি পরিস্থিতিতে নগদ সহায়তা কর্মসূচির সহায়তা পাওয়ার জন্য সমানভাবে যোগ্যতাসম্পন্ন হিসেবে বিবেচিত হবেন এবং উপকারভোগী জনসংখ্যায় তাদের ভাগ কতো শতাংশ সেটা পরিবীক্ষণ বা মনিটর করুন।
  • নগদ সহায়তার গ্রহীতা সংক্রান্ত তথ্য লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতার ভিত্তিতে পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ করুন এবং তথ্য-উপাত্তের গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করুন।
  • খানাভিত্তিক বা পরিবারভিত্তিক নগদ অর্থ হস্তান্তর এর প্রত্যক্ষ গ্রহীতা বা উপকারভোগী হিসেবে ঝুঁকিতে থাকা গ্রুপের সদস্যদের (নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, শিশু বা তরুণ) অন্তর্ভুক্তিকে তুলে ধরুন।
  • প্রচলিত নগদ অর্থ সরবরাহ ব্যবস্থা (সরাসরি নগদ অর্থ প্রদান, ব্যাংকে স্থানান্তর, মোবাইলে পাঠানো ইত্যাদি) সংশ্লিষ্ট বাধাগুলো বিশ্লেষণ করুন এবং ঝুঁকিপূর্ণ গ্রুপের সদস্যদের সাথে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করুন।
  • স্থানান্তরিত নগদ অর্থের মূল্য নিরূপণকালে (অর্থাত্‌ এই অর্থ দিয়ে কোন কোন চাহিদাগুলো মেটানো হবে) প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী ও স্তন্যদায়ী মা এবং ঝুঁকিপূর্ণ গ্রুপের সদস্যদের মৌলিক চাহিদাগুলো পূরণে বাড়তি কী ধরনের খরচ হতে পারে সে সব বিবেচনায় রাখুন।
Sources
Sossouvi, K. E-transfers in emergencies Implementation support guidelines. Cash Learning Partnership (CaLP). 2013
Centre for Excellence in Universal Design, Guidelines for Public Access Terminals Accessibility. 2016.
CBM Global, Disability Inclusive Cash Assistance, Learnings from practice in Humanitarian Response, 2021
Top of page