সরিয়ে নেওয়া

জরুরি পরিস্থিতিতে কেউ যেন বাদ না পড়ে যায় সেটা নিশ্চিত করার জন্য জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য অন্তর্ভুক্তিমূলক প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসের পাশাপাশি প্রয়োজনে অপসারণ বা সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে হবে।

অপসারণ কার্যক্রম অন্তর্ভুক্তিমূলক করার জন্য পূর্ব প্রস্তুতি থাকার দরকার আছে। পূর্ব প্রস্তুতিমূলক অনুশীলন কিংবা ভূমিকা অভিনয়ের ক্ষেত্রে অ-প্রতিবন্ধী ব্যক্তিদের দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের ভূমিকা অভিনয় করা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। এতে সত্যিকারের প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। নিচে অপসারণ কার্যক্রমের জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হবে তার একটি তালিকা দেয়া হলো:

  • প্রতিটি এলাকায় অপসারণের প্রয়োজন হলে কার বা কাদের অন্যের সাহায্য দরকার হতে পারে সেটা আগেভাগে চিহ্নিত করে রাখতে হবে;
  • প্রস্তুতিমূলক পর্বে/প্রস্তুতিকালীন সময়েই কে কাকে সাহায্য করবে সেটাও সুনির্দিষ্ট করে রাখতে হবে। যাকে 'বাডি সিস্টেম' বা 'বন্ধু পদ্ধতি' বলতে পারেন;
  • উদ্ধারকারী দলের সদস্যদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ও তাদের যত্নকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে যাতে করে অপসারনের সময়ে কার কী ভূমিকা অর্থাত্‌ কাকে কী করতে হবে সেটা নিয়ে কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তারা যেন নিজেদের মধ্যে উপযুক্ত যোগাযোগ গড়ে তুলতে পারে এবং একে অন্যের সাথে কাঙ্খিত আচরণ করে; তারা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ এবং ওষুধ সঙ্গে নেয়;
  • অপসারণের রুট ও পথ নির্ধারণের সময় অবশ্যই প্রবেশগম্যতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে;
  • অপসারণ কার্যক্রমের তথ্য এবং পূর্ব সতর্কতা সময়মতো সবার জন্য উপযোগী পদ্ধতিতে জানানো জরুরি;
  • অপসারণের মাধ্যমে সবাইকে যেখানে সমবেত করা হবে সেই আশ্রয়কেন্দ্র কিংবা সমবেশ কেন্দ্র প্রত্যেকের জন্য প্রবেশগম্য হতে হবে।

লোকজনকে অপসারণ করার সময় যে কথাগুলো ভুলে যাওয়া চলবে না:

  • লোকজনের কাছে জানতে চাওয়া যে, অপসারণকালে আপনি কীভাবে তাদেরকে সহায়তা করতে পারেন,
  • সহায়ক উপকরণ ও ওষুধ সঙ্গে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা,
  • প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তাকালে শ্রদ্ধাপূর্ণ মনোভাব দেখানো এবং তাদের সাথে এমনভাবে যোগাযোগ করা যাতে করে তারা প্রত্যেকে পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারে এবং দ্রুততার সাথে কাজ করতে পারে।
Sources
IFRC, CBM and Handicap International. All Under One Roof. Disability-inclusive shelter and settlements in emergencies. IFRC. 2015.
Handicap International Nepal. Mainstreaming Disability into Disaster Risk Reduction - Training manual. 2009.
Top of page